শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না: হাইকোর্টে রুল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেক থানায় করা হত্যা মামলায় কারাগারে থাকা দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ মে) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ভাষানটেক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share this news on:

সর্বশেষ