ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান

মধ্যরাতে বুধবার (৭ মে)  ভারতের মিসাইল হামলায় কেঁপে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন এলাকা। এতে এক শিশুসহ অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা হামলা শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি জিও টিভিকে বলেছেন, “আকাশ ও স্থলে পাকিস্তানের জবাব চলছে।”

দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, “বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এ কাপুরুষরা (ভারতীয়রা) তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন। আমরা উপযুক্ত জবাব দেব।”

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে তারা বলেছে, “কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।”

এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, “এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত”। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে। সূত্র: দ্য ডন 

আরএ

Share this news on:

সর্বশেষ

ভারত ১৯৭১ সালে সহযোগিতা করেছিল তাদের স্বার্থের কারণে May 07, 2025
ইসলামি আ'ন্দো'লন এর প্রতি যে প্রত্যাশা ব্যক্ত করলেন আলী রীয়াজ May 07, 2025
পা/কি/স্তা/নের আকাশসীমা এড়িয়ে চলছে বাংলাদেশী বিমান May 07, 2025
খালেদা জিয়ার জন্য বানানো কা''রাগা'রে এখন আ. লীগ নেতারা May 07, 2025
img
আমি অন্তর থেকে খুশি হয়েছি ২৬টা প্রাণের জন্য:ভাস্বর May 07, 2025
খাগড়াছড়ি সীমান্তে ৬৬ ভারতীয় নাগরিককে পু'শ'ইন করলো বিএসএফ May 07, 2025
মোদি সরকারই দিলো নাম ‘অ'পা'রেশন সিঁদুর May 07, 2025
সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পিছু হাঁটল ভারতীয় সেনারা! May 07, 2025
img
১৭ ও ২৪ মে শনিবারের ছুটি বাতিল, খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানও May 07, 2025
ভারতের টা'র্গে'টে মসজিদ, অ'ভি'যোগ পা/কি/স্তা/নি মন্ত্রীর May 07, 2025