ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতি করার দাবি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ভারতের মিসাইল হামলার পাল্টা জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তিনি আরও জানিয়েছেন, কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন তিনি।

খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ বলেন, “যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক। কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে, তাহলে আমাদের জবাব দিতে হবে।”

যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে।

এছাড়া সীমান্ত রেখার (এলওসি) দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এসবের সঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।

প্রথমে তিনটি যুদ্ধবিমান ধ্বংসের কথা শোনা গেলেও দেশটির প্রতিরক্ষামন্ত্রী এখন পাঁচটি বিমান ভূপাতিতের কথা জানাচ্ছেন।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীরা হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। যা মঙ্গলবার রাতে চূড়ান্তরূপ ধারণ করে। সূত্র: ব্লুমবার্গ

আরএ

Share this news on:

সর্বশেষ

অবৈধ দোকানপাট ও ঘর উচ্ছেদে কাঁদলেন বাসিন্দারা! May 08, 2025
সরকারের উপদেষ্টারাই আওয়ামী সমর্থক- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ May 08, 2025
অন্তর্বর্তী সরকারকে ১০ দিনের আল্টিমেটাম May 08, 2025
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা ( ক‍্যাব ) May 08, 2025
img
নেতানিয়াহুর কৌশল অনুসরণে নয়া দিল্লি? May 08, 2025
সরকার বদলেই বিএনপি বলয়ে , ব্যাংকে কোটি টাকার লেনদেন May 08, 2025
ফিরোজায় ফিরেই শুরু হয়েছে খালেদা জিয়ার পূর্ণ বিশ্রাম May 08, 2025
বিশ্বমঞ্চে বিরল বাংলাদেশের অনিয়ন্ত্রিত ব্যাংক সংখ্যা May 08, 2025
ভারত-পা'কি'স্তা'ন উত্তেজনায় ধস ঢাকার শেয়ার বাজারে May 08, 2025
৫টি নয়, ভারতের ১০টি বিমান ভূপাতিত করতে পারতো পা'কি/স্তা/ন! May 08, 2025