ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, বন্ধ ঘোষণা শ্রীনগর বিমানবন্দর

সীমান্ত রেখায় ভারতীয় সেনাদের চেকপোস্ট লক্ষ্য করে ব্যাপক গোলা ছুড়ছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এরপর পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তানের সেনা ও বিমানবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার (৭ মে) সকালে জানিয়েছে, মঙ্গলবারের হামলার পর থেকে সীমান্ত রেখার চেকপোস্টগুলোতে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানের সেনারা।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামের হামলার পর টানা ১২দিন ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে। কিন্তু মঙ্গলবার মধ্যরাত থেকে প্রথমবারের মতো ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়।

এমন পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে সবধরনের বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বিমান বিধ্বংসী মিসাইল ছোড়ার শব্দ শোনা যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় শ্রীনগরের ১৫ কর্পসের সদরদপ্তরে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। সেখানকার এক কর্মকর্তা বলেছেন, “প্রথমবারের মতো উরি এবং কুপওয়ারাতে ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।”

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের এপ্রিলের শুরু পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তি ভেঙে পাকিস্তান সীমান্ত রেখায় ১৫দিন গুলি ছুড়েছে। কিন্তু এপ্রিলের শেষ সপ্তাহ থেকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। এরপর থেকে টানা ১২দিন সেখানে গোলাগুলির শব্দ শোনা গেছে।

এদিকে পাকিস্তানের যেসব জায়গায় ভারত মিসাইল হামলা চালিয়েছে সেখানে এখন পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৫ জন। পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ভারত অন্তত চারটি মসজিদে মিসাইল ছুড়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে হামলা চালায় ভারত। এর প্রায় সঙ্গে সঙ্গে পাকিস্তান পাল্টা হামলা চালানো শুরু করে। তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

এদিকে ভারত জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে সীমান্ত রেখায় তিন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এই হামলার যথাযথ জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতের হামলা ও উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার সব হাসপাতালের চিকিৎসক নার্সদের ছুটি বাতিল করে তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

ভারতীয় বিমান ভূ'পা'তিতের ভাইরাল ভিডিও ভু/য়া? May 07, 2025
পা/কি/স্তা/নের পাল্টা আ/ক্র/মণ, প্রাণ গেল ১০ ভারতীয়র May 07, 2025
ভারত-পা/কি/স্তা/ন পরিস্থিতিতে আইপিএল অনিশ্চয়তা May 07, 2025
পা/কি/স্তা/নে নাহিদ রানা রিশাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি! May 07, 2025
‘ভুল চুক মাফ’ দিয়ে বলিউডে নায়িকা ওয়ামিকা গাব্বি May 07, 2025
img
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ May 07, 2025
img
ইতালি সফরে গেলেন বিমানবাহিনী প্রধান May 07, 2025
img
পাবনা বিআরটিএতে টাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয় May 07, 2025
img
পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে রদবদল May 07, 2025
img
‘থুথু ছিটানোর’ অভিযোগ অস্বীকার বার্সা ডিফেন্ডার ইনিগো মার্তিনেজের May 07, 2025