পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি মসজিদসহ ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোরের এ হামলায় কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাল্টা জবাব দেয়ার কথা জানিয়েছে ইসলামাবাদও।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গভীর রাতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আট পাকিস্তানি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ছয়টি ভিন্ন স্থানে আক্রমণ করেছে। মোট ২৪টি হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জিও নিউজকে জানিয়েছেন যে ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে দুটি মসজিদও রয়েছে।
এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জিও নিউজকে জানান, ভারত বেসামরিক ওপরই হামলা চালিয়েছে। যদিও নয়াদিল্লির দাবি, ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালিয়েছে তারা।
প্রতিবেদন মতে, সবচেয়ে বড় হামলাটি ঘটে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে আহমেদপুর শারকিয়ায়। আহমেদ শরীফ চৌধুরীর মতে, একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো হয় এবং পাঁচজন নিহত হন। যার মধ্যে একটি ৩ বছর বয়সি শিশুও ছিল।
এদিকে ভারতশাসিত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারত জানিয়েছে, পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আরআর/টিএ