আজ মিয়ানমারে ফিরছেন সেনা ও বিজিপিসহ ৩৪ জন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ ৩৪ নাগরিককে আজ বুধবার (৭ মে) ফেরত নেবে মিয়ানমার।

কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ চলছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার (৬ মে) রাতে সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পৃথক সময় পালিয়ে এসে ৩৪ জন বিজিপি ও সেনাসহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়েছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া করার উদ্যোগ চলছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন, বুধবার (৭ মে) মিয়ানমারের ৩৪ নাগরিককে নিতে সে দেশের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে বহির্বিশ্বের সঙ্গে যাত্রী আনা-নেওয়ার ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার আলোকে সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের কক্সবাজার আনা হচ্ছে। ওইদিন মিয়ানমারের নাগরিকদের ইমিগ্রেশন কার্যাদি সম্পাদন করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরান হোসাইন সজীব জানান,এরই মধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। ফেরত পাঠানোদের বিষয়ে স্থানীয় প্রশাসনিক কার্যাদি সম্পাদনের ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে নিদের্শনা দেওয়া হয়েছে। সে মতে প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নিয়ে হচ্ছে।

আগে-তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি। আগের হস্তান্তরে বিনিময় থাকলেও এবার কোনো বিনিময় আছে কি না এ বিষয়ে কোনোকিছু খোলাসা করা হয়নি।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজও অস্বাস্থ্যকর রাজধানী ঢাকার বাতাস May 09, 2025
img
হামলার বিষয়ে ভারতীয় মিডিয়ার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান May 09, 2025
সাবেক মেয়র আইভীর বাড়িতে অভিযান, আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ May 09, 2025
img
গ্রেফতারের পর যা জানালেন সাবেক মেয়র আইভী May 09, 2025
img
আরব সাগরে ভারতের অভিযান, টার্গেটে পাকিস্তান May 09, 2025
img
ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফেরার আহ্বান পাকিস্তানের May 09, 2025
img
পাক-ভারত সংঘাত আমাদের বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক দিলো হাসনাত May 09, 2025
img
আইভীকে বহন করা পুলিশের গাড়িতে দুর্বৃত্তের হামলা May 09, 2025
আন্দোলনে সাড়া দেননি ইউনুস, তৈরি হচ্ছে মঞ্চ May 09, 2025