নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশের ‘এ’ দলের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৭ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ফলে ৮৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহানের দল। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ‘এ’ দল সিরিজ নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার ডেল ফিলিপস বড় রানের ইনিংস খেলেছেন। টাইগার বোলারদের শুরু থেকেই চেপে ধরেন এই ওপেনার। একপ্রান্ত আগলে রেখে করেন ৭৯ রানের ইনিংস। শেষদিকে মিচ হেসের ৩৮ এবং ক্রিস্টিয়ান ক্লার্কের অপরাজিত ৩৯ রানে কেবল হারের ব্যবধান কমিয়েছে কিউইরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য। ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফেরেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।

পরবর্তীতে স্বাগতিকদের পথ দেখান নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভাঙে ২২৫ রানের জুটি। তখনও ব্যাট হাতে লড়েন অঙ্কন। ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন।

এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১৩ রানের পর ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
ভ্যান চালকের শরীর থেকে মিলল অর্ধ কোটি টাকার স্বর্ণের বার May 08, 2025
img
যশোরে কাচ্চি ভাইসহ ৩ খাবারের দোকানের বিরুদ্ধে মামলা May 08, 2025
img
ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির May 08, 2025
img
ফাইনালে পিএসজি, ইউসিএলে আর্সেনালের স্বপ্নভঙ্গ May 08, 2025
img
একনেকে ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩ হাজার ৭৫৬ কোটি টাকা May 08, 2025
img
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা, শাস্তি দিল সৌদির নারীকে May 08, 2025
img
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত: চার সরকারি সূত্রের বরাতে ভারতের স্বীকারোক্তি May 08, 2025
img
বলিউডের যেসব কারিগরদের জন্ম পাকিস্তানে! May 08, 2025
img
অপারেশন সিঁদুরে অংশ নিয়েছে প্রায় ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান May 08, 2025
img
চীনা অস্ত্রেই শেষ, সেরা দাবিকারী ভারতের যুদ্ধবিমান রাফাল May 08, 2025