ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জরুরি তলব পাকিস্তানের

পাকিস্তান ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে জরুরি তলব করেছে। তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (মোফা) ডেকে এনে কড়া ভাষায় ভারতীয় হামলার প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (৭ মে) মোফার এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের অপ্রত্যাশিত আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে দূতকে ডাকা হয়েছে। তাকে জানানো হয়েছে, ভারতের এই নির্লজ্জ আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই আক্রমণ জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠিত নীতিমালার লঙ্ঘন।

আরও বলেছে, ভারত এই শত্রুভাবাপন্ন আচরণের বৈধতা দিতে যে ভিত্তিহীন যুক্তি উপস্থাপন করেছে পাকিস্তান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতীয় পক্ষকে সতর্ক করা হয়েছে; এই ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশটির তিন বাহিনী- স্থল, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে এ অপারেশন চালিয়েছে। পাকিস্তানে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

হামলার পর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বিশ্ববাসীর উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পোস্টে তিনি বলেছেন. ‘বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’

ভারতের সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযানে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিন-এর অন্তত ৯টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থার মতে, সবচেয়ে বড় দুটি হামলা হয়েছে বাহাওয়ালপুর এবং মুরিদকেতে, যেখানে প্রায় ২৫-৩০ জন জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সামরিক সূত্রের দবি, অভিযানে মোট ৮০ জনের বেশি নিহত হয়েছে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
তাপপ্রবাহ কমছে সোমবার থেকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর May 12, 2025
img
লিভারপুল-আর্সেনালের নাটকীয় ড্র, শিরোপা নিশ্চিত লিভারপুলের May 12, 2025
img
আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব : জেলেনস্কি May 12, 2025
img
সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল May 12, 2025
img
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ May 12, 2025
img
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনসুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা May 12, 2025
এবার জাতীয় পার্টির জি.এম. কাদেরকে হুঁশিয়ারি হান্নান মাসুদের May 12, 2025
ধসে পড়লো বাজার, বিনিয়োগকারীদের মাথায় হাত May 12, 2025
কেন বাবার মৃত্যুর পর হাসতে হয়েছিল সামান্থাকে? May 12, 2025
img
সামনে বহু লড়াই বাকি: হান্নান মাসউদ May 12, 2025