১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক’

প্রাথমিক শিক্ষা বিস্তারে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব রাখায় এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হবে। আগামী শনিবার (১০ মে) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার তাদের হাতে পদক তুলে দেবেন।
 
সংশ্লিষ্টরা জানান, আগামী ১০ মে থেকে সারা দেশে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’। এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’।

আর শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৩০ হাজার, ২৫ হাজার এবং ২০ হাজার টাকা, পদক ও সনদপত্র পাবে। অন্যদিকে, ব্যক্তি পর্যায়ে সেরাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, পদক ও সনদপত্র এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেরাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের (বালক ও বালিকা মিলিয়ে) ১৮টি ক্যাটাগরিতে মোট ১০৮টি পুরস্কার দেওয়া হবে। এছাড়া, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মোট ৪২টি পুরস্কার দেওয়া হবে।
 
মূলত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করে আসছে। এক্ষেত্রে উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া, বিদ্যালয় পর্যায়ে স্টুডেন্ট কাউন্সিল, কাব সদস্য ও ক্ষুদে ডাক্তারদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা উপকরণ প্রদর্শনী, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার মতো কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর, শ্রেষ্ঠ উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর, শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ কর্মচারী এবং প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষার্থীদের আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
‘নিজেকেই সহ্য হত না আয়নায়’—ওজন কমিয়ে ভেঙে পড়েছিলেন কারাণ! May 08, 2025
img
মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন May 08, 2025
img
যুক্তরাজ্যে স্থায়ী হতে চাইলে দক্ষ হতে হবে ইংরেজিতে May 08, 2025
img
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পরিদর্শন করলেন তিন উপদেষ্টা May 08, 2025
img
ঈদে সংবাদপত্রের ছুটি অন্তত চার দিন দেওয়ার আহ্বান May 08, 2025
img
কবিতা ও সংগীত থেকে অনুপ্রাণিত হয়ে মেয়ের নাম রাখলেন 'দুয়া' May 08, 2025
img
প্রথমবারের মতো ইংল্যান্ড টেস্ট দলে জেমস রিউ May 08, 2025
অবৈধ দোকানপাট ও ঘর উচ্ছেদে কাঁদলেন বাসিন্দারা! May 08, 2025
সরকারের উপদেষ্টারাই আওয়ামী সমর্থক- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ May 08, 2025
অন্তর্বর্তী সরকারকে ১০ দিনের আল্টিমেটাম May 08, 2025