রোহিতের অবসরে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে

পাকিস্তানে সামরিক অভিযানের প্রেক্ষাপটে উত্তপ্ত ভারতের সর্বস্তরের মানুষ যখন প্রতিক্রিয়ায় ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিতকেই আরও জোরালো করল।

ইনস্টাগ্রামে নিজের টেস্ট ক্যাপের ছবি শেয়ার করে রোহিত লেখেন, “আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে খেলাটা ছিল গর্বের। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।”

এর আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছিল। বিশেষ করে আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে বিসিসিআই চাইছিল তরুণ নেতৃত্ব। বোর্ডের এক মুখপাত্র জানান, রোহিত লাল বলের ফরম্যাটে ফর্মে নেই এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নতুন অধিনায়ক খোঁজা জরুরি।

গত দুই টেস্ট সিরিজে রোহিতের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৮ ম্যাচে তার গড় ছিল মাত্র ১০.৯৩, আর ফিফটির দেখা পেয়েছেন মাত্র একবার। এমন পরিস্থিতিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত।

এখন প্রশ্ন, কে হবেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক?

সবার আগে আলোচনায় জাসপ্রিত বুমরাহ। পারফরম্যান্স ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে শঙ্কা রয়েছে। তাই পুরো ইংল্যান্ড সফরে তার অংশগ্রহণ নিশ্চিত নয়।

তরুণদের মধ্যে শুভমান গিল, ঋষভ পান্ত ও লোকেশ রাহুলের নাম উঠে আসছে। আইপিএলে পান্ত নেতৃত্ব দিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন, রাহুলের রয়েছে অভিজ্ঞতা, যদিও এখন তিনি উইকেটরক্ষকের ভূমিকায়। গিলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সীমিত হলেও ধারাবাহিকতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

এসএস


Share this news on: