ভারতের পাঞ্জাব রাজ্যের অম্রিতসারে আবারও ব্ল্যাকআউট প্রোটোকল চালু করা হয়েছে। বুধবার (৭ মে) মধ্যরাতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। এর ফলে বাড়ির সব লাইট বন্ধ রাখতে এবং বাইরে জড়ো না হতে নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তাসংস্থা এএনআই জানায়, অম্রিতসার বিভাগীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা মেনে পূর্বসতর্কতামূলক এই ব্ল্যাকআউট কার্যকর করেছে। যদিও পাকিস্তানের সেনা বা বিমান বাহিনী কোনো হামলা চালিয়েছে, এমন তথ্য এখনো পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, অম্রিতসারের আত্তারি সীমান্ত এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
পি এন শর্মা নামে একজন ফেসবুকে লিখেছেন, “আত্তারি সীমান্ত এলাকায় বিকট শব্দ শোনা গেছে।”
আরেকজন, আমারবীর সিং লেখেন, “এগুলো কোনো সনিক শব্দ ছিল না, ছিল বড় বিস্ফোরণ। আমার বাড়ি কেঁপে ওঠার পর আমি ঘুম থেকে উঠে যাই।”
ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও কর্তৃপক্ষ সবাইকে আতঙ্কিত না হয়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছে।
এসএস