টি-টোয়েন্টি ইতিহাসে নজিরবিহীন ব্যাটিং ইনিংস

টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি বেশ বিরল এক দৃশ্যই। ২০০৬ থেকে পুরোদমে শুরু হওয়া ২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত জোড়া সেঞ্চুরির ইনিংস দেখা গিয়েছে মোটে ৯ বার। গতকাল পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচে দেখা গেল ১০ম জোড়া সেঞ্চুরি।

ইসলামাবাদের বিপক্ষে ম্যাচে কোয়েটার দুই ব্যাটার রাইলি রুশো এবং হাসান নাওয়াজ তুলে নিয়েছেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকান ব্যাটার রুশো ৪৬ বলে ১০৪ করেছেন। আর হাসান নাওয়াজ ৪৫ বলে করেছেন শতক। দুজনের ব্যাটে ভর করে ২৬৩ রানের পাহাড়সম এক স্কোর দাঁড় করায় কোয়েটা। সেটাই আবার পিএসএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।

তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এদিনের রেকর্ডটা কেবলই দুই সেঞ্চুরিয়ানের জন্য। রুশো এবং হাসানের সেঞ্চুরি যে একেবারেই নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে একই ইনিংসে দুজন নন-ওপেনার ব্যাটার করলেন সেঞ্চুরি।

এর আগের ৯ জোড়া সেঞ্চুরির ঘটনায় অন্তত একজন ওপেনারের উপস্থিতি ছিল। ৬ বার দেখা গিয়েছে দুই ওপেনারের সেঞ্চুরি। অন্য ৩ বার ওপেনারের সঙ্গে ছিলেন তিন কিংবা চারে নামা কোনো ব্যাটার। আর গতকাল ইসলামাবাদের বিপক্ষে সেঞ্চুরি পেলেন তিনে নামা রাইলি রুশো এবং চারে ব্যাট করতে আসা হাসান নাওয়াজ।

শুধু এখানেই থামছে না রুশো-নাওয়াজ কীর্তি। প্রথমবারের মতো পিএসএলে একই ইনিংসে দেখা গিয়েছে দুই সেঞ্চুরি। সেটাও এক রেকর্ডই বটে। আবার ৫০ থেকে ১০০ রানে যেতে হাসান নাওয়াজ খেলেছেন মোটে ১৬ বল। যেটা পিএসএলে ৫০ থেকে ১০০ করার বিচারে দ্বিতীয় দ্রুততম। এর আগে উসমান খান ১৪ বলে খেলেই ৫০ থেকে ১০০ পর্যন্ত গিয়েছিলেন।

ইতিহাস গড়ার ম্যাচটায় রুশো-নাওয়াজের কোয়েটা জিতেছে হেসেখেলে। ২৬৪ রানের লক্ষ্য খেলতে নেমে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড অলআউট হয়েছে মোটে ১৫৪ রানে। ১০৯ রানের বিশাল জয় পিএসএল পয়েন্ট টেবিলে কোয়েটার স্থানটা আরও শক্ত করেছে। 

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘২১ বছরেই যুদ্ধে’, সেনা-পিতার গল্প শোনালেন সেলিনা জেটলি May 13, 2025
img
বাবার উপর হামলার রাতে ঘুমোতে পারেননি ইব্রাহিম, ভাগ করে নিলেন অনুভূতি May 13, 2025
কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ মে May 13, 2025
img
ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা May 13, 2025
img
জন্মদিনে ছেলের কাছে নয়, শুটিং ফ্লোরে রাত ৩টে পর্যন্ত সোনালী May 13, 2025
img
বাসার ছাদে বোমা বিস্ফোরণে সিকিউরিটি গার্ড আহত May 13, 2025
img
পররাষ্ট্র সচিবসহ ৬ জনের পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব May 13, 2025
img
রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ May 13, 2025
img
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ গ্রেফতার ৩ May 13, 2025
img
সুন্দরবনের ১০ কিমির মধ্যে নতুন কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা May 13, 2025