টি-টোয়েন্টি ইতিহাসে নজিরবিহীন ব্যাটিং ইনিংস

টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি বেশ বিরল এক দৃশ্যই। ২০০৬ থেকে পুরোদমে শুরু হওয়া ২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত জোড়া সেঞ্চুরির ইনিংস দেখা গিয়েছে মোটে ৯ বার। গতকাল পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচে দেখা গেল ১০ম জোড়া সেঞ্চুরি।

ইসলামাবাদের বিপক্ষে ম্যাচে কোয়েটার দুই ব্যাটার রাইলি রুশো এবং হাসান নাওয়াজ তুলে নিয়েছেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকান ব্যাটার রুশো ৪৬ বলে ১০৪ করেছেন। আর হাসান নাওয়াজ ৪৫ বলে করেছেন শতক। দুজনের ব্যাটে ভর করে ২৬৩ রানের পাহাড়সম এক স্কোর দাঁড় করায় কোয়েটা। সেটাই আবার পিএসএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।

তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এদিনের রেকর্ডটা কেবলই দুই সেঞ্চুরিয়ানের জন্য। রুশো এবং হাসানের সেঞ্চুরি যে একেবারেই নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে একই ইনিংসে দুজন নন-ওপেনার ব্যাটার করলেন সেঞ্চুরি।

এর আগের ৯ জোড়া সেঞ্চুরির ঘটনায় অন্তত একজন ওপেনারের উপস্থিতি ছিল। ৬ বার দেখা গিয়েছে দুই ওপেনারের সেঞ্চুরি। অন্য ৩ বার ওপেনারের সঙ্গে ছিলেন তিন কিংবা চারে নামা কোনো ব্যাটার। আর গতকাল ইসলামাবাদের বিপক্ষে সেঞ্চুরি পেলেন তিনে নামা রাইলি রুশো এবং চারে ব্যাট করতে আসা হাসান নাওয়াজ।

শুধু এখানেই থামছে না রুশো-নাওয়াজ কীর্তি। প্রথমবারের মতো পিএসএলে একই ইনিংসে দেখা গিয়েছে দুই সেঞ্চুরি। সেটাও এক রেকর্ডই বটে। আবার ৫০ থেকে ১০০ রানে যেতে হাসান নাওয়াজ খেলেছেন মোটে ১৬ বল। যেটা পিএসএলে ৫০ থেকে ১০০ করার বিচারে দ্বিতীয় দ্রুততম। এর আগে উসমান খান ১৪ বলে খেলেই ৫০ থেকে ১০০ পর্যন্ত গিয়েছিলেন।

ইতিহাস গড়ার ম্যাচটায় রুশো-নাওয়াজের কোয়েটা জিতেছে হেসেখেলে। ২৬৪ রানের লক্ষ্য খেলতে নেমে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড অলআউট হয়েছে মোটে ১৫৪ রানে। ১০৯ রানের বিশাল জয় পিএসএল পয়েন্ট টেবিলে কোয়েটার স্থানটা আরও শক্ত করেছে। 

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ফের থানা হেফাজতে May 12, 2025
img
পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি May 12, 2025
img
অন্তর্বর্তী সরকারের আমলে একটিও গুমের ঘটনা ঘটেনি : অ্যাটর্নি জেনারেল May 12, 2025
img
জামালপুরে বিয়ের দাবিতে অনশনে তরুণী, পরিবারসহ প্রেমিক উধাও May 11, 2025
জাফলংয়ের সেই মাঠ মোদিকে কেন দিয়েছিল শেখ হাসিনা May 11, 2025
img
মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জয় গ্রেফতার May 11, 2025
img
বাংলাদেশের সঙ্গে অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায় চীন May 11, 2025
সরকারের সাম্প্রতিক আচরণে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে হাঁটছে May 11, 2025
আ.লীগ কার্যালয় দখলে নিয়ে এনসিপির দলীয় অফিস May 11, 2025
img
শারীরিক প্রতিবন্ধী হয়েও বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ১৯২তম May 11, 2025