আইসিসির প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অলরাউন্ডার তালিকায় তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে। মিরাজের আগে এখন শুধুই ভারতের রবীন্দ্র জাদেজা, যিনি ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন শীর্ষে।
জিম্বাবোয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন মিরাজ। একটি সেঞ্চুরিসহ করেন ১১৬ রান, সঙ্গে শিকার করেন ১৫ উইকেট। যদিও সিরিজটি ১-১ সমতায় শেষ হওয়ায় কিছুটা হতাশা থেকেই গেছে বাংলাদেশ শিবিরে।
এ ছাড়া, ব্যাটারদের তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে মিরাজের। আট ধাপ এগিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন ৫৫তম স্থানে।
অন্যদিকে, ভারতের যশপ্রীত বুমরাহ ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। ব্যাটারদের তালিকায় ইংল্যান্ডের জো রুট রয়েছেন এক নম্বরে (৮৯৫ পয়েন্ট)। ভারতের যশস্বী জয়সওয়াল আছেন চতুর্থ স্থানে এবং ঋষভ পন্থ দশম স্থানে।
অলরাউন্ডারদের শীর্ষ ১২ জনের তালিকায় ভারতের আরও একজন খেলোয়াড় আছেন—অক্ষর প্যাটেল, যার রেটিং পয়েন্ট ২২০।
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য মিরাজের এই সাফল্য নিঃসন্দেহে গর্বের বিষয়, বিশেষ করে যখন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেওয়ার মতো কৃতিত্ব দেখাচ্ছেন তিনি।
আরএ/টিএ