প্রতিবেশী পাকিস্তানেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ভারত। এদিকে পাকিস্তানও জড়িয়েছে সংঘাতে। দুই দেশের সাথেই সম্পর্ক আছে আফগানিস্তানের তালেবান সরকারের। সংঘাত শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিবৃতি দিয়েছে তালেবান সরকার।
বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ ওই বিবৃতি দেয় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান ও ভারত দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। পাশাপাশি সংলাপের মাধ্যমে সংকট সমাধানের পরামর্শও দিয়েছে আফগানিস্তান।
বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলের দেশগুলো নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা এ অঞ্চলের স্বার্থ পরিপন্থি।
পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক এখন ভালো না। গত এপ্রিলের শুরুতে কয়েক হাজার আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। ওই সময়ে নিরাপত্তার ইস্যুটি তুলে ধরা হয়। এদিকে ভারতের সাথে বেশ ভালো সম্পর্ক এখন আফগানিস্তানের।
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় ভারত। মঙ্গলবার দিবাগত রাত থেকে ওই হামলা শুরু হয়। ভারতের দাবি, ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও পরিমিত’ হামলা চালানো হয়েছে।
তবে ছয়টি স্থানে হামলা হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলছেন, অন্তত আটজন নিহত হয়েছেন। সেই সঙ্গে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
এদিকে, পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারতে ১০ জন মারা গেছে। যদিও ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত ৭০ জনকে হত্যা করার দাবি করেছে ভারত।
এসএম/টিএ