ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা জুড়ে বুধবার ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বুধবারের এই হামলার ঘটনার একদিন আগেই মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি স্কুলে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত এবং আরও ৭৩ জন আহত হন।
গাজার সরকারি মিডিয়া অফিস কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক এই আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ২৩৪টি আশ্রয়কেন্দ্র এবং বাস্তুচ্যুতি কেন্দ্র লক্ষ্য করে হামলা করেছে।
অন্য একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা শহরের আল-ওয়াহদা স্ট্রিটের একটি জনাকীর্ণ বাজারে আরেকটি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। সূত্রটি জানিয়েছে, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু এবং একজন সাংবাদিকও রয়েছেন।
গণ্যমাধ্যমের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এসএম/টিএ