সরকার যেন কোনো দুর্বলতা না দেখায় : জামায়াত আমির

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে নাগরিক পুশইন করা হচ্ছে বলে জানা গেছে। গতকাল বুধবার খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ১১০ জনকে বাংলাদেশে পুশইন করিয়েছে বিএসএফ।

বিএসএফ কর্তৃক জোরপূর্বক পুশইনের বিষয় নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আজ বৃহস্পতিবার (৮ মে) এ নিয়ে ফেসবুক পোস্ট দেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াত আমির বলেন, বাংলাদেশে জোর করে, অন্যায়ভাবে "পুশ ইন"-এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না।

তিনি আরো বলেন, এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়।

আগ্রাসনকে স্পষ্টভাবে 'না' বলুন।

 আরএম/টিএ 


Share this news on: