আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি : বিডা চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস কোম্পানি এপি মোলার মায়ের্স্ক (এপিএম)।

বৃহস্পতিবার সকালে লালদিয়া চর পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৪টায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আশিক চৌধুরী বলেন, “আমাদের এখন মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি।”

তিনি আরও বলেন, “বিশ্বমানের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেই দেশের বন্দর উন্নয়ন করতে হবে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।”

টিকে/টিএ

Share this news on: