অবৈধ ব্যবসা করায় দুই বাংলাদেশিকে ফেরত পাঠানোর নির্দেশ সৌদি আদালতের

সৌদি আরবে অবৈধভাবে ব্যবসা করার দায়ে ২ বাংলাদেশিকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির আদালত। এমনকি এই দুই বাংলাদেশি আর কখনো সৌদিতে কাজের জন্য প্রবেশ করতে না পারবেন না বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে, দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদির এক নারীকেও শাস্তি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৭মে) দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সৌদি গ্যাজেট জানিয়েছে, সৌদি ওই নারী ও বাংলাদেশিদের ১ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। মক্কার ফৌজদারি আদালত এ শাস্তি প্রদান করেছে। যা প্রকাশ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

আদালত তাদের ১ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করার পাশাপাশি কোম্পানির নিবন্ধন বাতিল, লাইসেন্স স্থগিত, কোম্পানির সব কার্যক্রম এবং জাকাত ফি ও ট্যাক্স নেওয়া বন্ধ করেছে।

এ ছাড়া আদালত দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো এবং সৌদিতে কাজের জন্য প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। 

সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ‘তাস্তুরি’ করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। সৌদিতে যদি কোনো বিদেশি লাইসেন্সসহ ব্যবসা করতে চায় তাহলে তার কাছে কমপক্ষে ১০ লাখ রিয়াল থাকতে হবে। যদি কারো এ অর্থ দেওয়ার সামর্থ্য না থাকে তখন সৌদির কোনো নাগরিকের মাধ্যমে কোম্পানি খুলে বিদেশিরা ব্যবসা করেন।

যা তাস্তুরি নামে পরিচিত। এ ধরনের সহায়তা সম্পূর্ণ বেআইনি।

প্রতিবেদনে আরো বলা হয়, মূলত সৌদি নারী নিজের নামে কোম্পানি খুলে বাংলাদেশিদের ব্যবসা করতে দিচ্ছিলেন। তারা মক্কায় পরিবহণ খাতে ব্যবসা করত এবং দুই বাংলাদেশি এর মাধ্যমে অর্জিত অর্থ সৌদির বাইরেও নিয়ে যাচ্ছিল।

তদন্তে পাওয়া গেছে, সৌদির এ নারী বাংলাদেশিদের পরিবহণ খাতে ব্যবসা করতে সহায়তা করেছেন।

যারা বিদেশি বিনিয়োগ প্রত্যয়নপত্র নেননি। তিনি এ দুই বাংলাদেশিকে নিজেদের মতো কাজ করতে, অর্থ আয় করতে সহায়তা করেছেন। যেগুলো তারা সৌদির বাইরে পাঠিয়েছেন।

তদন্তে আরো পাওয়া গেছে, সৌদির এ নারী নিজের নামে লোন নিয়ে ট্যাংকার কিনেছেন। কিন্তু বাংলাদেশিরা এটি ব্যবহার করত। নিজেদের মালিকানাধীন বলে পরিচয় দিত এবং ট্যাংকার নিয়ে বাণিজ্যিক চুক্তি থেকে সবকিছু করত।

আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
‘লিও’ সিনেমা যে কারণে ছেড়েছিলেন সাই পল্লবী May 08, 2025
img
দুই দফা বেড়ে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত? May 08, 2025
img
রাশিয়া সফরে শি জিনপিং May 08, 2025
img
শিক্ষার্থীরা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়ায় প্রধান শিক্ষককে শোকজ May 08, 2025
img
সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে May 08, 2025
img
‘ফ্যাসিস্টের দোসর বিচারকরা ছাড় পেলে আগামীতে জুডিশিয়ারির বিরুদ্ধে অভ্যুত্থান হবে’ May 08, 2025
img
জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ May 08, 2025
img
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের মধ্যস্থতায় হয়েছে- নুরুল হক নুর May 08, 2025
img
পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ জানালেন ফারুক May 08, 2025
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সতর্ক করতে গিয়ে শিক্ষাসচিবের চিঠিতে ‘ব্যাকরণ ভুল’ May 08, 2025