দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদ একসময় বেশ আলোচনা হয়েছিল। পাঁচ বছরের সংসার জীবনের ইতি টানেন ২১ সালের অক্টবার মাসে। বিচ্ছেদের পর সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা নাগা। কিন্তু এখনও বিয়ে করেননি দক্ষিণী অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রেমে পড়েছেন সামান্থা! অভিনেত্রীর এক পোস্ট উস্কে দিয়েছে প্রেমের জল্পনা। দক্ষিণী সিনেমা পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে পরিচালক রাজ নিদিমরুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। অনেক দিন ধরেই এ গুঞ্জন।
চলতি মাসে ‘শুভম’নিয়ে বড় পর্দায় ফিরছেন সামান্থা। এই ছবির মধ্য দিয়ে প্রযোজক পরিচয়ে আত্মপ্রকাশ করছেন তিনি। ইতিমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে পৌরাণিক ভূতের গল্পে নির্মিত ছবির ট্রেলার।
এদিকে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সামান্থা। অনুষ্ঠানে হাজির হওয়ার আগে নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে দেখা গেছে ‘সিটাডেল হানি বানি’ ছবির পরিচালক রাজ নিদিমরুকে। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন অধ্যায় শুরু।”
ছবি পোস্ট করতেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত। অনেকে মনে করছেন সামান্থার জীবনে নতুন বসন্ত। এই ছবির মাধ্যমেই নিজের সম্পর্কের গুঞ্জনে ঘি ঢাললেন অভিনেত্রী।
তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন শুরুর আগেই অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, নতুন শুরু মানে হলো প্রযোজক হিসাবে তার নতুন যাত্রা। এই মুহূর্তে কোনো সম্পর্কে নেই, সে কথাও স্পষ্ট করেছেন সামান্থা।
আরএম/টিএ