ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এবার সামনে এসেছে প্রতিরক্ষা প্রযুক্তির এক যুগান্তকারী প্রদর্শন। ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিক্রিয়ায় পাকিস্তান একযোগে ভারতের ১৫টি শহরের সামরিক স্থাপনাকে টার্গেট করলেও, ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কাছে তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
ভারতের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ‘সুদর্শন’ কার্যত মাঝ আকাশেই ধ্বংস করে দেয় পাকিস্তানের পাঠানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এই রুশ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা শুধু পাকিস্তানেরই নয়, চীনের দিকেও ইঙ্গিত করে এক বড় বার্তা দিয়েছে। কারণ, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে উঠেছে মূলত চীনা প্রযুক্তির উপর ভিত্তি করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ‘সুদর্শন’ উপহার দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারই প্রথম বড় পরিসরে এই প্রযুক্তির ব্যবহার করল ভারত। এর মাধ্যমে ভারতের আকাশসীমা যে কতটা সুরক্ষিত, তা প্রমাণিত হলো।
S-400 'সুদর্শন' হল রাশিয়ার তৈরি একটি সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি শত্রু ড্রোন, বিমান, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমের রাডার ৬০০ কিমি দূর থেকে টার্গেট ধরতে পারে এবং একসঙ্গে ১০০টি পর্যন্ত টার্গেট ট্র্যাক করতে পারে। এটি একযোগে ২৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, যার মধ্যে ৪০০ কিমি পর্যন্ত পাল্লারও ক্ষেপণাস্ত্র রয়েছে।
এই ঘটনা শুধু পাকিস্তানের জন্য নয়, চীনের প্রতিরক্ষা কৌশল নিয়েও প্রশ্ন তুলেছে। কারণ, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্ভুলভাবে শত্রু হুমকি মোকাবেলা করেছে, সেখানে চীনা প্রযুক্তিনির্ভর পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে।
এই ঘটনার পর দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ভারসাম্যে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।