সিরিজ যে হাতছাড়া হচ্ছে না তার কাজ আগেই সেরে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩-২ ব্যবধানে এগিয়ে থাকা আজিজুল হাকিম তামিমের দল চেয়েছিল আজ জিতে সিরিজটা নিজেদের করে নিতে।
নিজেদের ব্যাটিং ইনিংস শেষ না হতেই অবশ্য সুখবরটা পেয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানেই জিতেছে তারা।
বাংলাদেশ উদযাপনের লক্ষ্যটা এনে দিয়েছে বেরসিক বৃষ্টি। তার ‘খেলা’ শুরু হওয়ায় পরে আর ষষ্ঠ ওয়ানডেটা শেষ হয়নি। ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হয়েছেন ম্যাচ রেফারি।
এতে বাংলাদেশের বিপরীত চিত্র শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে।
ঘরের মাঠে সিরিজের ট্রফিটা বাংলাদেশের যুবাদের হাতে উঠতে দেখল তারা। আজ কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১ রানেই ‘ডাক’ মেরে বিদায় নেন সিরিজে দুটি সেঞ্চুরি করা ব্যাটার জাওয়াদ আবরার।
ফিরতি উইকেটে অবশ্য অধিনায়ক আজিজুল তামিমকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান আরেক ওপেনার কালাম সিদ্দিকি।
ব্যক্তিগত ৩১ রানে সিদ্দিকি বিদায় নিলে রিজান হোসেনকে নিয়ে তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন আজিজুল তামিম। সতীর্থর সঙ্গে শতরানের জুটি গড়লেও নিজে তিন অংকের দেখা পাননি বাংলাদেশের অধিনায়ক।
সেঞ্চুরি থেকে যখন ৬ রান দূরে তখনই হতাশা নিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন আজিজুল হাকিম। ৯৪ রানের ইনিংসটি সাজান ৭ চার ও ২ ছক্কায়। তার বিদায়ের তিন ওভারের মাথায় ৪০তম ওভারে বৃষ্টি শুরু করে তার খেলা।
যে খেলায় পরে ভেস্তে যায় পুরো ম্যাচ। এতে সিরিজে ফেরার কপাল পুড়ে শ্রীলঙ্কার যুবাদের। শেষ পর্যন্ত রিজানের ৪৮ রানের বিপরীতে ৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আবদুল্লাহ।
আর বাংলাদেশের স্কোর থেমে যায় ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রানে।
আরএম/এসএন