আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২১টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ১৯টি হবে অস্থায়ী এবং দুটি স্থায়ী হাট হচ্ছে গাবতলী ও সারুলিয়া।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি অস্থায়ী হাট বসানো হবে। হাটগুলো ঈদের দিনসহ মোট পাঁচ দিন চালু থাকবে।
ডিএসসিসি’র ১১টি হাটের মধ্যে আফতাবনগর ও মেরাদিয়া হাট আইনগত জটিলতার কারণে স্থগিত করা হয়েছে। বাকি ৯টি হাটের ইজারার মূল্য কোটি টাকার উপরে নির্ধারিত হয়েছে। এর মধ্যে ধোলাইখাল ট্রাক টার্মিনালের হাটের ইজারা মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা এবং সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন হাটের মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
অন্যদিকে, ডিএনসিসির আওতায় মিরপুর, মোহাম্মদপুর, খিলক্ষেত ও উত্তরা এলাকাসহ মোট ১০টি হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে দিয়াবাড়ি এলাকার হাটের ইজারা মূল্য সর্বোচ্চ ৮ কোটি ৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ইজারা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত কর, ভ্যাট, আয়কর ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ফি পরিশোধ করতে হবে। প্রথম পর্যায়ে দরপত্র জমার শেষ দিন ১৫ মে, দ্বিতীয় পর্যায় ২৬ মে।
আরআর/এসএন