জাতীয় দলের হয়ে ফিল্ডিংয়ে ভালো অবদান রাখায় ক্রিকেটারদের পুরস্কার দিয়ে আসছে একাধিক দেশ। এক সময় বাংলাদেশও টেস্ট ম্যাচে এই রীতি পালন করত। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের সময়ের সেই প্রচলন এখন অনেকটাই অতীত।
জাতীয় দলে এখন ফিল্ডারদের পুরস্কৃত করার নিয়ম না থাকলেও এবার ফিরে এসেছে বাংলাদেশ ‘এ’ দলে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান ফিল্ডিং কোচ আশিক মজুমদারের কাছ থেকে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন।
গতকাল বুধবার দ্বিতীয় ম্যাচ শেষে ওই পুরস্কার উঠেছে এনামুল হক বিজয়ের হাতে। আজ বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেরা ফিল্ডারদের পুরস্কৃত করার কারণ জানান ফিল্ডিং কোচ।
আশিক বলছিলেন, 'ধারণাটা আমরা যখন ছোটবেলায় খেলতাম। আমাদের গুরু ওয়াহিদ স্যার, ওসমান স্যার আমরা যারা ভালো খেলতাম তখন উনারা গিফট দিতেন বিভিন্ন সময়ে। তারপরে ভালো খেললে বিশ টাকা দিতেন, দশ টাকা দিতেন তখন সেটা উৎসাহের জায়গা ছিল। তো এখন আমি একটা দায়িত্বে আছি ভাবলাম যে সেই ছোটবেলার আমরা যেভাবে উৎসাহ পেতাম সেভাবে করা যায় কিনা।'
ফিল্ডিংয়ের জন্য সবসময় একজনকে বেছে নেওয়া কঠিন। তবে এর জন্য কোনো সমস্যায় পড়তে হয়নি আশিককে, 'তেমন সমস্যায় পড়িনি। কারণ আমি আগেই বিশ্লেষণ করেছি। কার কত পয়েন্ট এবং কে কোথায় ড্রাইভ দিয়ে রান সেভ করেছে। দলের জন্য গ্রেট ওয়ান, গ্রেট টু, গ্রেট থ্রি বিশ্লেষণ করি তখন খেলোয়াড়রা এটা এক্সেপ্ট করে নেই।'
এসএন