ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাক ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের তাৎক্ষনিক কোন পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, গোড়াই এলাকায় মহাসড়কের উপর একটি ট্রাক দাড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ধাক্কা লেগে পিকআপটি দুমরে মুচরে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের রাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছেন।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, নিহতদের উদ্ধারের পর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন পুলিশ। নিহতদের পরিচয় মিলেনি।
এফপি/এস এন