টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি কমতে একটু সময় লাগছে। তবে আস্তে আস্তে সেটি কমে আসবে। সরকারের প্রচেষ্টা ও নীতির ধারাবাহিকতা বজায় থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। অনুষ্ঠানে অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।

তিনি বলেন, নারীদের ঋণের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। নারীদের কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আমাদের চেষ্টা করতে হবে। সেই জায়গা থেকে আমরা কাজ করছি।

দেশের আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও এখনো ঋণপ্রাপ্তির ক্ষেত্রে তারা বৈষম্যের মুখে পড়ছে বলে মন্তব্য করে গভর্নর বলেন, ‘নারীদের সাংবিধানিক যে অধিকার রয়েছে, বাস্তবে তারা সেই অধিকার পাচ্ছেন না। নারীদের ঋণের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। নারীদের কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আমাদের চেষ্টা করতে হবে।’

গভর্নর জানান, বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ৬ শতাংশ নারীরা পাচ্ছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থার পরিবর্তনে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করতে হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আমরা নারী উদ্যোক্তাদের ঋণ দেব, তবে সেটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় তহবিল বাড়িয়ে নয়। ব্যাংকগুলোকে নিজেদের তহবিল থেকেই নারীদের জন্য ঋণ বরাদ্দ দিতে হবে, অধিকার বিবেচনায় রেখেই।

দেশের সাম্প্রতিক মূল্যস্ফীতি পরিস্থিতি প্রসঙ্গে গভর্নর বলেন, খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমেছে, আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১২ শতাংশ থেকে কমে ৯ শতাংশের একটু বেশি হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের প্রচেষ্টা ও নীতির ধারাবাহিকতা বজায় থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, সার্বিকভাবে নারী উদ্যোক্তাদের জন্য এসএমই কার্যক্রমকে বাড়ানো প্রয়োজন। এ জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের প্রতি আহ্বান জানান তিনি।

নারী উদ্যোক্তাদের জন্য চার দিনব্যাপী মেলা

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও বাজার সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে আয়োজিত এ পণ্য প্রদর্শনী মেলা চলবে ১১ মে পর্যন্ত। ৬৮ জন নারী উদ্যোক্তা দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছেন, যেখানে তারা নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। মেলার শেষ দিনে ৬ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে বলে জানায় আয়োজক সংস্থা।

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই মেলার আয়োজন করলেও করোনাভাইরাস মহামারিসহ অন্যান্য কারণে গত চার বছর এটি বন্ধ ছিল। চার বছর পর নারী উদ্যোক্তাদের জন্য আবারও এমন একটি আয়োজন করায় ইতিবাচক সাড়া মিলছে অংশগ্রহণকারীদের কাছ থেকে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
দলে ঢুকতে আর কী করতে হবে, শ্রেয়াসের বাবার প্রশ্ন Aug 21, 2025
ইউক্রেন যুদ্ধে রুশপক্ষে লড়াই করা কোরীয় সেনাদের প্রশংসায় কিম জং উন Aug 21, 2025
img
পদত্যাগ করে মিষ্টি বিতরণ করলেন বাগছাস নেতা! Aug 21, 2025
জাকসু নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া Aug 21, 2025
'স্লোগান হবে তারেক রহমানের, জয়ধ্বনি হবে ধানের শীষের' Aug 21, 2025
জাকসু নির্বাচনে সেনা মোতায়নের প্রসঙ্গে যা বললেন শিক্ষার্থী Aug 21, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, দেশে ভরিপ্রতি কত? Aug 21, 2025
‘কাউকে হত্যা করার মধ্য দিয়ে শক্তি মাপা যায় না Aug 21, 2025
পুরুষ ও পুরুষতন্ত্র নিয়ে সমালোচনা বাঁধনের Aug 21, 2025
img
ছয় দশকে সিঙ্গাপুরে গড় আয়ু বেড়ে ৮৬ বছর Aug 21, 2025
img
ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের অভিযোগ, সাবেক পুলিশপ্রধান রিমান্ডে Aug 21, 2025
img
দায়িত্ব নিয়েই ডিসি সারওয়ারের কড়া বার্তা, যেসব খাতে দেবেন বিশেষ নজর Aug 21, 2025
img
ইনজুরিতে থাকা হিথার নাইটকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের Aug 21, 2025
img
আমাদের দাবি এনসিওর করে নির্বাচন দিতে হবে : জামায়াত ইসলামী Aug 21, 2025
img
লন্ডনে শুরু হ্যারি পটার টিভি সিরিজের শুটিং, দেখা মিলল হ্যারি-হ্যাগ্রিডের Aug 21, 2025
img
‘আপনাদের গালে চড় মারা উচিত’, নেইমারদের উদ্দেশ্য করে সমর্থকরা Aug 21, 2025
img
১১৬তম জন্মদিন উদযাপন করলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি Aug 21, 2025
img
যেকোনো ক্যাডার কর্মকর্তাকে রাজস্বনীতি বিভাগের সচিব নিয়োগ দেওয়া যাবে : প্রেসসচিব Aug 21, 2025
img
মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ Aug 21, 2025
img
প্রথম কাজেই প্রশাসনকে খোঁচা? আরিয়ানের সংলাপে উঠে এলো মাদককাণ্ড Aug 21, 2025