কাশ্মিরের পহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তান- এই দুই প্রতিবেশী দেশের মাঝে সপ্তাহখানিক ধরে চলছিল তীব্র উত্তেজনা। এরপর গত বুধবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত; যাকে প্রত্যাঘাত হিসেবে অভিহিত করে নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
ভারতের এই অপারেশন নিয়ে ইতোমধ্যে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বহু তারকারা। বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিজের তারকারা নানা মন্তব্য করেছেন। ওপার বাংলার অভিনয়শিল্পী, গায়কেরাও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার পাকিস্তান-ভারত এই দুই দেশের সংঘাত নিয়ে মুখ খুললেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, ‘যুদ্ধোন্মাদ বা ধর্মোন্মাদ ছাড়া আর কেউ যুদ্ধ চান না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, কোনো ধর্মের কোনো সম্প্রদায়ের মানুষ যুদ্ধ চাইতে পারে না। তা যেমন সত্যি, তেমনই এটাও সত্যি, ভারত যে অভিযান চালিয়েছে তার নেপথ্যে রয়েছে কাশ্মিরে (পেহেলগামে) সদ্য ঘটে যাওয়া সন্ত্রাস, যার মূলে পাকিস্তান। এটা সকলে জানেন। সেই জায়গা থেকে এই প্রত্যাঘাত প্রয়োজন ছিলই। এ রকম মর্মান্তিক ঘটনার পরেও কোনো দেশ যদি প্রত্যাঘাত না করে তা হলেও ব্যাপারটা ভীষণই অদ্ভুত দেখায়, তাই না?’
পরমব্রত বলেছেন, ‘সেই দিক থেকে বিচার করে আমি বলব, পুরোটাই সুপরিকল্পিত ভাবে হয়েছে। সেনাবাহিনী বা সাধারণ মানুষ নয়, কেবল জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটুকু তো করতেই হতো। পাশাপাশি এ-ও বলব, এটা এখনও যুদ্ধের পূর্ণ রূপ নয়। একে যুদ্ধ বলা যায় না। এটি জঙ্গিঘাঁটির ওপরে প্রত্যাঘাত বা হানা দেওয়া। যেহেতু পড়শি দেশের সীমানার মধ্যে ঢুকে ভারত প্রত্যাঘাত করেছে, স্বাভাবিকভাবেই পাকিস্তান তাকে ‘যুদ্ধ’ তকমা দিয়েছে।’
পরমব্রত আরও বলেন, ‘অতীতেও আমরা দেখেছি, যে কোনো দেশে যখন পেহেলগামের মতো হামলার ঘটনা ঘটে তখন সেই দেশের সমস্ত মানুষ জাতি-ধর্ম-সম্প্রদায়-রাজনৈতিক মতাদর্শ ভুলে সেই সময়ের সরকারের পাশে দাঁড়ায়। সমর্থন জানায়। পেহেলগামে হত্যাকাণ্ডের পরেও যেমন সমস্ত বিরোধী দল ঘটনার তীব্র নিন্দা করেছে। সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে। এ ক্ষেত্রে কোনো আপস নয়, কোনো রাজনীতি নয়, কোনো বিভেদ নয়। বরাবর এটি হয়ে এসেছে। পেহেলগামের ক্ষেত্রেও সেটাই হবে, এমনটাই আশা করি।’
এফপি/এস এন