গত ১৬ বছরে বন্ধ হওয়া মিডিয়াগুলো চালু করে ক্ষতিপূরণ দিন: সরকারকে ড. মাসুদ

গত ১৬ বছর ধরে দেশে ধারাবাহিকভাবে গণহত্যা চালানো হয়েছে—এমন অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “প্রতিদিনই কোথাও না কোথাও কাউকে না কাউকে হত্যা করা হয়েছে।” বৃহস্পতিবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি দাবি করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা ডাকাতের গ্রামে পরিণত করেছিল, তাদের এই বিশ্ববিদ্যালয় আর কখনোই গ্রহণ করবে না।”

দেশের আদর্শ পরিবর্তনের নামে একাধিক দফায় গণহত্যা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, “শাপলা চত্বরে দৃশ্য সরাসরি সম্প্রচারের কারণে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ইসলামিক টিভিও বন্ধ করে দেওয়া হয়। এটি ছিল মত প্রকাশের স্বাধীনতা হরণ করার সুপরিকল্পিত প্রচেষ্টা।”

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “যেসব গণমাধ্যমকে অন্যায়ভাবে বন্ধ করা হয়েছে, সেগুলো পুনরায় চালু করে ক্ষতিপূরণ দেওয়া উচিত। শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, সেটি কোনো ‘অপারেশন সিকিউর’ ছিল না, বরং ‘অপারেশন কিলিং’ ছিল। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মদদদাতারা এখনো পার পেয়ে যাচ্ছে।”

বিবৃতির শেষদিকে ড. শফিকুল বলেন, “বাংলাদেশে সংগঠিত প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘জুলাই যোদ্ধাদের’ ফিরে যাওয়া উচিত নয়। গাছ কাটার বিরুদ্ধে যারা টকশোতে অশ্রু ঝরাত, তারা আলেমদের রক্ত ঝরার সময় নীরব থেকেছে। এদের উদ্দেশ্য ছিল মানবিক নয়, বরং একটি পাশবিক সমাজ প্রতিষ্ঠা করা।”


এসএস

Share this news on:

সর্বশেষ

img
পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি May 12, 2025
img
অন্তর্বর্তী সরকারের আমলে একটিও গুমের ঘটনা ঘটেনি : অ্যাটর্নি জেনারেল May 12, 2025
img
জামালপুরে বিয়ের দাবিতে অনশনে তরুণী, পরিবারসহ প্রেমিক উধাও May 11, 2025
জাফলংয়ের সেই মাঠ মোদিকে কেন দিয়েছিল শেখ হাসিনা May 11, 2025
img
মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জয় গ্রেফতার May 11, 2025
img
বাংলাদেশের সঙ্গে অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায় চীন May 11, 2025
সরকারের সাম্প্রতিক আচরণে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে হাঁটছে May 11, 2025
আ.লীগ কার্যালয় দখলে নিয়ে এনসিপির দলীয় অফিস May 11, 2025
img
শারীরিক প্রতিবন্ধী হয়েও বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ১৯২তম May 11, 2025
img
ট্রাম্প গাজায় নতুন করে হামলা চান না May 11, 2025