ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরো বাড়ছে, বিশেষত ৮ মে ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী, পাকিস্তানের সেনারা জম্মু-কাশ্মিরের শ্রীনগর, পাঞ্জাবের পাঠানকোট এবং রাজস্থানের জয়সলমারের তিনটি ভারতীয় ঘাঁটিতে হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা জানায়, পাকিস্তানের এই হামলা তারা প্রতিহত করেছে এবং এতে মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। এই খবর ভারতীয় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, প্রোপাগান্ডামূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, ভারতীয় মিডিয়া যা প্রচার করছে তা উদ্দেশ্যপ্রণোদিত, এবং পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি একটি গঠনমূলক প্রচারণার অংশ।
পাক মন্ত্রণালয় আরও দাবি করেছে যে ভারত এসব ভুয়া তথ্য ছড়িয়ে নতুন কোনো হামলার অজুহাত তৈরি করতে চাইছে। তারা এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে অঞ্চলটির স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে। এছাড়া, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ভারতের এই ভুয়া সংবাদগুলো গুরুত্বের সঙ্গে না নেয়।