পাক-ভারত উত্তেজনায় স্থগিত আইপিএল

ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে অবশেষে স্থগিত করা হলো আইপিএল ২০২৫। বিসিসিআই-এর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালেই প্রথম ইনিংসের মাঝপথে খেলা বন্ধ করে দেওয়া হয়। এরপরই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে বিসিসিআই টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়।

ধর্মশালা এবং আশপাশের বিমানবন্দরগুলো বন্ধ থাকায় শুক্রবার সকালে পাঞ্জাব ও দিল্লি দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বিশেষ ট্রেনে দিল্লিতে আনা হয়, যা আইপিএলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল।

এখন পর্যন্ত আইপিএল ২০২৫-এর ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ধর্মশালার বাতিল হওয়া ম্যাচটিও ধরা হয়েছে। গ্রুপ পর্বে বাকি ছিল ১২টি ম্যাচ—লখনউ (২টি), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩টি), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২টি), মুম্বাই ও জয়পুরে। এরপর হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল প্লে-অফ পর্ব।

তবে সব কিছুই এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। নতুন করে কবে মাঠে গড়াবে আইপিএল, সেটা নির্ভর করবে ভবিষ্যতের পরিস্থিতির ওপর।

চলতি আইপিএল শুরু হয়েছে ২২ মার্চ। বিশ্বের বহু তারকা ক্রিকেটার এতে অংশ নিচ্ছেন। ১০ দলের এই প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে। লক্ষ লক্ষ দর্শক টিভি ও ডিজিটাল মাধ্যমে এই ফাইনাল ম্যাচ দেখবেন বলে আশা করা হচ্ছে।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। দুই দেশ এর আগে তিনবার যুদ্ধ করেছে, যার মধ্যে দুটি সরাসরি কাশ্মীর ইস্যু ঘিরে।

সম্প্রতি কাশ্মীরে ভয়াবহ এক হামলার জবাবে ভারত বুধবার সকালে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা ফের চরমে উঠেছে। যদিও পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করেছে।

টিকে/টিএ

Share this news on: