পাক-ভারত উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই ইস্যুতে দেশটির সরকার কোনওভাবেই ঝুঁকি নিতে নারাজ। সীমান্ত এলাকাগুলোতে আগে থেকেই কঠোর নজরদারি চলছে। এবার সেই সতর্কতার অংশ হিসেবে কলকাতা বিমানবন্দরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

ভারতীয় সংবাদ মাধ্যম এবিপিএন এর খবরে বলা হয়, বিমানবন্দরের ভেতর ও বাইরের নিরাপত্তা জোরদার করতে বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি, দিনরাত চলছে তল্লাশি ও অভিযান।

এদিকে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত।

এফপি/টিএ

Share this news on: