শুভর ‘নীলচক্রে’ বালাম কী করছেন?

কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র’। সম্প্রতি এই সিনেমার ‘এই অন্ধকারের শহরে’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে, আর তাতেই মেতে উঠেছে দর্শক-শ্রোতারা। সেই গানের কম্পোজিশনে থাকার পাশাপাশি অভিনয়ে দেখা গেছে সংগীতশিল্পী বালামকে।

গানটির কথা লিখেছেন জালালী শাফায়াত। ইতোমধ্যে গানটি প্রকাশ পেয়েছে ইউটিউবে।

এ নিয়ে পরিচালক মিঠু খান গণমাধ্যমে বলেছেন, ‘গানে চমক রাখতেই তাদের উপস্থিতি। এটি সিনেমার মূল গল্পের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই গানের কথা লেখা হয়েছে গল্পের প্রয়োজনে।’

‘নীলচক্র’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার।

আরএম  


Share this news on: