ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে আবারও লাইনচ্যুত হয়ে বন্ধ ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার সিগন্যালে প্রথমে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার সাড়ে সাত ঘণ্টা পর একই স্থানে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটিও লাইনচ্যুত হয়। পরপর দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ৬টার দিকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির শেষ বগির একটি চাকা লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৬টার দিকে তূর্ণা নিশীথা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় স্টেশনের প্রবেশমুখে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধীরে এগোচ্ছিল। তখনই শেষ বগির একটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ওই দিন রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পুনিয়াউট এলাকার আউটারে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় উদ্ধারকাজ শেষে শনিবার ভোর ৫টা ৩৩ মিনিটে ‘পর্যটন এক্সপ্রেস’ স্টেশন অতিক্রম করে এবং আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পুনরায় লাইনচ্যুতি ঘটায় রেল চলাচলে আবারও বিঘ্ন ঘটে, বিশেষ করে ডাউন লাইনে।

রেলস্টেশন মাস্টার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই আউটার সিগন্যালে পরপর দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হওয়ায় সেটি ফেলে রেখে মাত্র আধ ঘণ্টা পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে কিছুটা সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আইপিএল-পিএসএলের পর এবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চয়তায় May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে জড়ো হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা May 10, 2025
img
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 10, 2025
img
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণতন্ত্রের অন্তরায়—সারোয়ার তুষারের অভিযোগ May 10, 2025
img
তুরস্কের ড্রোন দিয়ে ভারত আক্রমণ, প্রশ্নের মুখে এরদোয়ান May 10, 2025
img
যিশুকে ভুলে কি নতুনের পথে নীলাঞ্জনা! May 10, 2025
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ান মারসুস’, যেভাবে এলো নামটি May 10, 2025
‘স্বাধীন’ গণমাধ্যমে বিশ্বাসী ভারতই বন্ধ করল নিজ দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম! May 10, 2025
পাকিস্তানে নয়, ভারতের ছোড়া মিসাইল পড়ল নিজ দেশেই! May 10, 2025
ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল বন্ধে ব্যাখ্যা চাইবে সরকার May 10, 2025