কান উৎসবে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’

প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা Marche du Film-এ থাকছে নানা আয়োজন। এবারের আসরে প্রদর্শিত হতে যাচ্ছে লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমানের ছবি ‘বাঙালি বিলাস’।

১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ৭৮তম কান উৎসবে অংশ নেবেন এবাদুর রহমান নিজেই। ১৮ মে ‘বাঙালি বিলাস’ ছবিটি এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের জন্য প্রদর্শিত হবে Marche du Film বিভাগে।

আন্তর্জাতিক নাম ‘Tractatus Bengalium’—এই ১৯০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা ও রাজনীতিকে একত্র করে তুলে ধরেছে এক জটিল ও সংবেদনশীল গল্প। নির্মাতা জানিয়েছেন, ছবিটির গঠন “ফিল্ম-উইদিন-এ-ফিল্ম” পদ্ধতির মাধ্যমে তৈরি, যেখানে দুটি মুসলিম নারী চরিত্র—মিত্রা ও রুশতী—এক পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ফিরে পেতে সংগ্রামে নামে।

ছবিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন (যিনি ‘গান্ডু’ ছবির জন্য পরিচিত), ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ ও আজাদ আবুল কালাম প্রমুখ।

চিত্রগ্রহণ করেছেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান, সম্পাদনায় ছিলেন বার্লিনের অস্কার লোসার ও ঢাকার ইকবাল কবির জুয়েল। শব্দ পরিকল্পনায় ছিলেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।

নির্মাতা এবাদুর রহমান বলেন, “‘বাঙালি বিলাস’ শুধুই একটি সিনেমা নয়—এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নে নতুন ভাষা গড়ার প্রয়াস।”

ছবিটি ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিবেশক ও উৎসব আয়োজকদের আগ্রহ কুড়িয়েছে বলে জানিয়েছেন তিনি।


এসএস/এসএন

Share this news on: