বলিউডে ঠোঁটকাটা হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে কঙ্গনা রানাওয়াতের। বর্তমানে অভিনয়ের চেয়ে নিজের মন্তব্যের জন্যই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে তার। সর্বশেষ পাঁচটি সিনেমাই বাজেভাবে ব্যর্থ হয়েছে বক্স অফিসে।
তবে নিজের অভিনয়জীবন নিয়ে হাল ঝাড়তে রাজি নন কঙ্গনা। ‘কুইন’খ্যাত এই তারকা এবার বলিউডের গণ্ডি পেরিয়ে পা রাখছেন হলিউডে।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো হলিউডে অভিনয় করতে যাচ্ছেন কঙ্গনা। ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা যায়, অনুরাগ রুদ্র পরিচালিত হরর ড্রামা ‘ব্লেসড বি দ্য ইভিল’-এ অভিনয় করবেন কঙ্গনা।
সাইকোলজিক্যাল হরর ঘরানার ছবিটি দিয়ে হলিউডে অভিষেক হবে তার।
সিনেমাটিতে কঙ্গনার সঙ্গে থাকবেন টাইলার পজি, স্কারলেট রোজ স্ট্যালোন প্রমুখ। পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত অনুরাগ রুদ্র। নিউইয়র্কে এই গ্রীষ্মেই এটির শুটিং শুরু হবে।
ভ্যারাইটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্প্রতি চালু করা চলচ্চিত্রশিল্পের শুল্ক ব্যবস্থা থেকে সম্ভাব্য জটিলতা এড়াতেই কৌশলগতভাবে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু লোকেশন শুটিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
এসএন