ভারত যা শুরু করেছে তার শেষ দেখে ছাড়ব: পাক সেনাবাহিনীর মুখপাত্র

ভারত যা শুরু করেছে, তার শেষ দেখে ছাড়বে পাকিস্তান- এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। শুক্রবার, এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে- এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি দিল্লি।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পাকিস্তান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা খুশি করতে পারে। আগেও বলেছি, আমরা প্রস্তুত। তারা যদি যুদ্ধ চালিয়ে যেতে চায়, ঠিক আছে। তবে তারা যা শুরু করেছে, তার শেষ দেখে ছাড়ব আমরা।

তিনি বলেন, ভারত সরকারকে সিনেমা ও নাটক থেকে বের হতে হবে- এই কল্পনার জগৎ থেকে বের হয়ে আসতে হবে। ওদের গল্প বানানো বন্ধ করতে হবে।

এসএন 

Share this news on: