উত্তেজনা কমার শর্ত দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় রুবিও পাকিস্তানকে ভারতবিরোধী সামরিক অভিযান বন্ধ করে শান্তিপূর্ণ পথে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

জবাবে ইসহাক দার জানান, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা কমাতে প্রস্তুত আছে, তবে তার শর্ত হলো—ভারতকে অবশ্যই যেকোনো ধরনের সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে। তিনি স্পষ্ট করে সতর্ক করেন, ভারত যদি উত্তেজনা বাড়ায়, তাহলে পাকিস্তান তার চেয়েও জোরালো প্রতিক্রিয়া জানাবে। ফলে এই পরিস্থিতির নিয়ন্ত্রণভার মূলত ভারতের ওপরই বর্তায়।

এই মন্তব্য এমন সময় এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে কাশ্মীরে, সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলার অভিযোগ করছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে।


এসএস/এসএন

Share this news on: