ইকুয়েডরের আমাজন অঞ্চলে সশস্ত্র সংঘর্ষে ১১ সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে জানানো হয়, আল্টো পুনিনো এলাকায় অবৈধ খনির বিরুদ্ধে অভিযানের সময় সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
সেনাবাহিনীর বরাতে জানানো হয়, এই হামলার পেছনে ছিল মাদক পাচারকারী গোষ্ঠী ‘কমান্ডোস দে লা ফ্রন্টেরা’ বা ‘বর্ডার কমান্ড’। সীমান্তবর্তী এই গোষ্ঠী কলম্বিয়া ও ইকুয়েডরের সীমান্ত এলাকায় সক্রিয় এবং দীর্ঘদিন ধরেই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।
সেনাবাহিনী জানিয়েছে, হামলার সময় গ্রেনেড, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অ্যামবুশ করা হয়। এতে ঘটনাস্থলেই ১১ সেনা নিহত হন এবং একজন গুরুতর আহত হন। অভিযানে অংশ নিয়েছিলেন বহু সেনাসদস্য।
ইকুয়েডরের প্রসিকিউটরের কার্যালয় প্রাথমিকভাবে আটজন নিহত হওয়ার তথ্য জানালেও পরে এই সংখ্যা ১১তে পৌঁছায়। তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যে হামলার স্থান থেকে প্রমাণ সংগ্রহ শুরু করেছেন।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “এই নির্মম হামলার দায়ীদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমরা থামবো না।”