সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল বন্ধ

সিলেট সীমান্তসংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যে সীমান্ত এলাকায় রাতের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় প্রশাসন।

৮ মে থেকে কার্যকর হওয়া এ নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সাধারণ জনগণের যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস, দক্ষিণ গারো হিলস এবং পশ্চিম গারো হিলস জেলার সীমান্তসংলগ্ন অঞ্চলগুলোতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সীমান্তের শূন্যরেখার ২০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নিরাপত্তা সংবেদনশীল’ ঘোষণা করে এই পদক্ষেপ নেওয়া হয়।

প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কারফিউ চলাকালীন নিচের কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে—পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, কোনো ধরনের অস্ত্র বা লাঠিসোঁটা বহন, গবাদিপশু ও পণ্য পরিবহন (বিশেষ করে চা পাতা, সুপারি, পানের পাতা, শুকনা মাছ), সীমান্ত পারাপার বা অবৈধ অনুপ্রবেশ।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে উভয় দেশের যৌথ জরিপ কার্যক্রম চলাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধার মুখে পড়ে। স্থানীয় লোকজনের আপত্তিতে জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরই ভারতীয় প্রশাসন সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়।

সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা তাওহীদুল ইসলাম (৪০) বলেন, আমরা যারা বৈধভাবে চলাফেরা করি, তাদের জন্য এটা বড় সমস্যা নয়। তবে যারা অবৈধ কাজ করে, যেমন চোরাচালান বা সীমান্ত অতিক্রম করে, তাদের জন্য এটা কঠিন হবে। আইন মেনে চললে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না।

জৈন্তাপুর উপজেলার বাসিন্দা মো. সাজু হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন, তবে এতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা যেন না হয়, সেটা নিশ্চিত করতে হবে। এখানে অনেকেই ভোরবেলায় মাঠে কাজ করতে যান। এমন অবস্থায় যদি সীমান্তে কারফিউ থাকে, তাহলে তাদের জন্য এটা কিছুটা সমস্যার হতে পারে। আশা করি, কর্তৃপক্ষ সেই বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে, যাতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা বাধাগ্রস্ত না হয়।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ভারতের এই সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক। আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। সীমান্তে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং বাংলাদেশি নাগরিকরা যেন নিরাপদে থাকতে পারে, সে জন্য আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দেখেনি কেউ May 10, 2025
মদিনায় গিয়ে নবীজির প্রথম কাজ | ইসলামিক জ্ঞান May 10, 2025
img
বাংলাদেশের পাকিস্তান এবং আরব আমিরাত সফরের তথ্য জানাল বিসিবি May 10, 2025
ঝুঁকি নিয়ে পাকিস্তান পাঠানো ঠিক হবে না: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ May 10, 2025
সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি আমার ভালো লাগতো: নাজমুল হোসেন শান্ত May 10, 2025
'অপারেশন সিঁদুর'-এর জবাবে পাকিস্তানের 'বুনিয়ান-উন-মারসুস' May 10, 2025
img
সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ : তারেক রহমান May 10, 2025
img
ভারতে বাংলাদেশি মিডিয়া বন্ধ ইস্যুতে যা বললেন প্রেস সচিব May 10, 2025
সিলেট সীমান্তে কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ May 10, 2025
img
লঞ্চে প্রকাশ্যে নারীদের মারধর, যা বললেন চমক May 10, 2025