ঢালিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শুধু সিনেমাতেই নয়, মডেলিং ও সামাজিক মাধ্যমেও সমান জনপ্রিয়। নানা রূপে নিজেকে উপস্থাপন করে নিয়মিত ভক্তদের মন জয় করে চলেছেন তিনি।
সম্প্রতি কাজের ব্যস্ততার মধ্যেই ঘুরতে গিয়েছিলেন মালদ্বীপে। নীল জলরাশির এই দ্বীপদেশে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি, নিজের আকর্ষণীয় উপস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়েন মিম। কাজ আর ঘোরার মিশেলে আবারও নিজের নতুন রূপে ধরা দিলেন ভক্তদের সামনে।
সম্প্রতি মালদ্বীপের সাগরপাড় থেকে থেকে কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিম। নীলে নীলে মিলে যেন এদিন একাকার হয়ে যান মিম! কারণ, মিমের পরনেও ছিল এদিন নীল রঙের, সাদা ফুলের প্রিন্টের টপস। যা আশেপাশের পরিবেশের রঙের সঙ্গেও মিলে যায়।
বলা বাহুল্য, সমুদ্রের নীল জলের প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে মিশে যাওয়া মিমের এই ফ্যাশন যেন ছিল চোখ জুড়ানো। এছাড়াও খোলা চুল, ন্যাচারাল মেকআপ আর মুখভরানো হাসিতে নিজেকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আবেদনময়ী।
মিমের এই বেড়াতে যাওয়ার ছবিগুলো যেমন ভক্তদের মাঝে ভ্রমণের এক আমন্ত্রণও তৈরি করে দিচ্ছে, তেমন এই ছবিগুলোর মাধ্যমে মিম আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন চিত্রনায়িকাই নন, বরং একজন স্টাইল আইকন এবং প্রকৃতিপ্রেমীও। সব মিলিয়ে ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা, প্রশংসা- ভালোবাসাও পাচ্ছেন নায়িকা।
আরএ/এসএন