দলবদলের নাটকীয়তায় ভরা ফুটবল মৌসুমে এবার বড়সড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বহুদিন ধরেই যাঁকে দলে ভেড়াতে চেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা, সেই মার্টিন জুবিমেন্দিকে শেষ পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে আর্সেনাল।
স্কাই স্পোর্টস ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, চলতি গ্রীষ্মেই আর্সেনালে যাচ্ছেন রিয়াল সোসিয়েদাদের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ৬০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সম্পূর্ণ পরিশোধ করে তাকে দলে নিচ্ছে গানার্সরা।
স্পেনের হয়ে ইউরো জয়ী ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রতি রিয়ালের আগ্রহ ছিল অনেক আগে থেকেই। এমনকি সম্ভাব্য নতুন কোচ জাবি আলোনসোর পছন্দের তালিকাতেও ছিলেন জুবিমেন্দি। তবে শেষ পর্যন্ত আর্সেনালের স্প্যানিশ তারকা মিকেল মেরিনোর প্রভাবেই লন্ডনমুখী হচ্ছেন তিনি।
তবে এই চুক্তি নিয়ে আর্সেনাল ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্ট্রাইকার চেয়ে আসা সমর্থকেরা প্রশ্ন তুলছেন, কেন ডিফেন্সিভ মিডফিল্ডারেই এত বড় বিনিয়োগ?