পাকিস্তানের একটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে বিএসএফ

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের শিয়ালকোট জেলার সীমান্ত অঞ্চলের একটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শনিবার এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ধ্বংস করা হয়েছে লঞ্চপ্যাডটি।

লঞ্চপ্যাডটির অবস্থান শিয়ালকোটের লুনি অঞ্চলে। এই লুনির সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের জম্মুর। বিএসএফ জানিয়েছে, বিস্ফোরক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য এই লঞ্চপ্যাডটি ব্যবহার করতো কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা।

বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে লুনি থেকে বিনা উসকানিতে জম্মুর বিএসএফের পোস্টগুলো লক্ষ্য করে গোলা ও গুলি ছুড়তে থাকে রেঞ্জার্স (পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী)। এই হামলার যথাযথ জবাব দিতে পাল্টা আক্রমণ চালায় বিএসএফও। বিএসএফের এই লঞ্চপ্যাডটি ধ্বংসসহ রেঞ্জার্সের একাধিক সীমান্ত স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।”

এর আগে বুধবার জম্মু সীমান্তে বিএসএফের গুলিতে ৭ জন নিহত হয়েছিল। সে সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, সীমান্ত দিয়ে পাকিস্তানিদের অবৈধ প্রবেশ করাচ্ছিল রেঞ্জার্স। সে সময় গোলাগুলিতে মারা যায় এই ৭ জন।

রেঞ্জার্সের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘটে। গত ২২ এপ্রিল পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর তিন দিনের মধ্যে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান। আরবি ‘বুনিয়ানি উল মারসুস’-এর বাংলা অর্থ সীসার প্রাচীর।

সূত্র : এএনআই

এসএন 

Share this news on:

সর্বশেষ

ফাইনালে সিয়ামের গিগাবাইট টাইটানস May 10, 2025
যেভাবে ভারত-পাকিস্তানকে যুদ্ধ বিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র May 10, 2025
img
দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ May 10, 2025
img
পাকিস্তানের হামলায় প্রাণ গেল বিএসএফ কর্মকর্তার May 10, 2025
img
শুধু আ. লীগ নিষিদ্ধ করলেই রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা : হাসনাত আব্দুল্লাহ May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে : জামায়াত আমির May 10, 2025
img
এক সিনেমায় ৬ তারকা, মুক্তি ঈদুল আজহায় May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ May 10, 2025
জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন আলি গনি May 10, 2025
img
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরও ভারতের কাশ্মীরে বিস্ফোরণ! May 10, 2025