ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ রোকেয়াকে দেখা যাবে?

ফের পাশা, কাবিলা, হাবু ভাইদের নিয়ে পর্দায় ফিরছেন পরিচালক কাজল আরিফিন অমি। আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আর এ খবর প্রকাশ হতেই সিজনটির মুক্তির প্রহর গুণছেন দর্শকেরা। ইতোমধ্যে শুরু হয়েছে 

সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা।

অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে। তবে প্রশ্ন রয়েছে, চরিত্রগুলো কি আগের রূপেই থাকবে?

সম্প্রতি ধারাবাহিকটির এ সকল চরিত্র নিয়ে নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি গণমাধ্যমে বলেন, ‘সবাই কিছুটা ম্যাচিউর হয়েছে। কিন্তু মানুষ তার চরিত্রের বৈশিষ্ঠ্য সত্যিটা মুছে ফেলতে পারে না। হয়তো বা পারিপার্শ্বিক অনেক কিছু চেইঞ্জ হয় কিন্তু মানুষের ভিতরের একান্ত অনুভূতি বা ব্যক্তিসত্ত্বা থেকেই যায়।’

অন্যান্য চরিত্রের মতো ‘ব্যাচেলর পয়েন্ট’র তুমুল চরিত্র হচ্ছে রোকেয়া, যিনি কাবিলার গার্লফ্রেন্ড। রোকেয়া চরিত্রের বিশেষত্ব হচ্ছে, তাকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। তবে নতুন সিজনে দেখা যাবে কি না, সে প্রসঙ্গে মুখ খোলেন অমি।

পরিচালকের কথায়, ‘রোকেয়াকে দেখা যাবে কিনা সেটা সিজন ৫ দেখলে বোঝা যাবে। আসলে রোকেয়াকে আমি নিজেও এখনও দেখিনি। আগে দেখি, তারপর না হয় দর্শক দেখবে। মানে রোকেয়া হিসেবে কাকে নেওয়া যায় আরকি।

কাজল আরেফিন অমি আরও বলেন, ‘এখনও জানি না রোকেয়াকে সামনে কীভাবে দেখাবো। তবে অবশ্যই আমি দর্শকদের সামনে রোকেয়াকে আনব।’

জানা গেছে, জনপ্রিয় এই সিরিয়ালটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে। এ উপলক্ষ্যে সম্প্রতি চ্যানেল আইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন পরিচালক কাজল আরেফিন অমি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের এক হুঁশিয়ারিতে পুতিনের সাথে আলোচনায় রাজি জেলেনস্কি May 12, 2025
img
তাপপ্রবাহ কমছে সোমবার থেকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর May 12, 2025
img
লিভারপুল-আর্সেনালের নাটকীয় ড্র, শিরোপা নিশ্চিত লিভারপুলের May 12, 2025
img
আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব : জেলেনস্কি May 12, 2025
img
সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল May 12, 2025
img
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ May 12, 2025
img
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনসুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা May 12, 2025
এবার জাতীয় পার্টির জি.এম. কাদেরকে হুঁশিয়ারি হান্নান মাসুদের May 12, 2025
ধসে পড়লো বাজার, বিনিয়োগকারীদের মাথায় হাত May 12, 2025
কেন বাবার মৃত্যুর পর হাসতে হয়েছিল সামান্থাকে? May 12, 2025