নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। একের পর এক হিট সিনেমায় দেখা গেছে তাকে। কাজ করেছেন শাহরুখ-সালমান-আমিরদের সঙ্গে। ক্যারিয়ারে সিনেমা ও গ্ল্যামারের জন্য যেমন আলোচনায় ছিলেন এ অভিনেত্রী, তেমনই আলোচনায় ছিলেন ব্যক্তিগত বিষয় নিয়েও।
নব্বইয়ের দশকে সোনালির সঙ্গে রাজ ঠাকরের প্রেম নিয়ে চর্চা এখনও বহাল। ক্যারিয়ারের একেবারে প্রথম দিকে অনেক নায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। সে সময় যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কথা বলেননি অভিনেত্রী। সম্প্রতি নিজের প্রেম, ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মুখ খুলেছেন সোনালি।জানালেন, সেই সময় বেশিরভাগ খবরই ছিল ভুয়া ও মনগড়া।
সম্প্রতি ‘টাইমস নাও’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তারকাদের নিয়ে গুজব ছড়ানোর কারণ জানিয়েছেন সোনালি। অভিযোগের তীর ছুড়েছেন সংবাদমাধ্যমের দিকে। বর্তমান ডিজিটাল যুগে অতিরঞ্জিত শিরোনাম নিয়ে অনেকে অভিযোগ জানান।
একই কথা শোনা গেছে সোনালির মুখেও। তিনি বলেন, “সে সময় ‘ক্লিকবেট’ বলে কিছু হতো না। তখন সাংবাদিকদের চটকদার শিরোনাম করার এতটাই পাগলামো থাকত, তাই সব ভুলভাল খবর লেখা হতো।”
সোনালি আরও জানিয়েছেন, তিনি যখন অভিনয় জগতে পা রাখেন, তখন বিভিন্ন ফিল্মি ম্যাগাজিনের দারুণ উত্থান। আর তখন ম্যাগাজিনের বিক্রি বাড়াতে অনেক ভুল সংবাদও প্রচার করা হতো।অভিনেত্রী বলেন, ‘নিজেদের ম্যাগাজিনের বিক্রি বাড়ানোর জন্য আমার নামে ভুল খবর ছাপা হতো। তাই আমার মনে হয়েছিল নিজের চামড়া মোটা করে নিতে হবে।’
পরবর্তী সময়ে এ ধরনের কোনো রটনা শুনে বিচলিত হওয়া বন্ধ করে দেন সোনালি। তবে তাঁর মনে করা বিষয়টি সবাই সহজভাবে এড়িয়ে যেতে পেরেছেন, এমন নয়। এখনও অনেকে গুজব-গুঞ্জনের বিষয়টি সহজভাবে নিতে পারেন না। যে কারণে সংবাদ মাধ্যমগুলোর প্রতি তাদের বিরুপ ধারণা সৃষ্টি হয়েছে।
১৯৯৪ সালে বিনোদন দুনিয়ায় পা রাখেন সোনালি। সেই সময় প্রেমে পড়েছিলেন রাজ-সোনালি। কিন্তু রাজের কাকা বাল ঠাকরে ভীষণ কড়া। তাঁর কানে এ সম্পর্কের খবর পৌঁছোতেই ভ্রাতুষ্পুত্রকে রীতিমতো শাসিয়েছিলেন। জানিয়েছিলেন, এতে রাজনীতিতে প্রভাব পড়বে। পারিবারিক সমস্যা তৈরি হবে। সব মিলিয়ে রাজ অসম্মানিত হবেন। কাকার প্রতাপের কাছে সে দিন হার মেনেছিলেন রাজ। দূরে সরিয়ে দিয়েছিলেন সোনালিকে। বিয়ে করেন শর্মিলা ঠাকরেকে। তবে এ আঘাতে সোনালি ভেঙে পড়েননি। অভিনয়ে ব্যস্ততার মাঝে ছিন্ন সম্পর্ককে ভুলে থাকার চেষ্টা করেছেন; যার সুবাদে তাঁর ক্যারিয়ারে জমা পড়েছে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা।
সোনালিকে সর্বশেষ দেখা গেছেন রেমো ডি’সুজার সিনেমা ‘বি হ্যাপি’-তে। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন অভিষেক বচ্চন, ইনায়াত বর্মা এবং নোরা ফাতেহি। সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং বর্তমানে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।
এমআর/টিএ