চট্টগ্রামে বিএনপির সমাবেশে উপস্থিত হয়েছেন তামিম ইকবাল

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে বিএনপির তারুণ্যের সমাবেশ। এতে উপস্থিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এ সমাবেশ শুরু হয়েছে। যার আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

পলোগ্রাউন্ড মাঠে দেখা যায়, দুপুর ১২টার পর থেকেই চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেন। আনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগেই মাঠ কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। হাতে ব্যানার, মাথায় ক্যাপ আর মুখে স্লোগান। নেতাকর্মীদের স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশের সড়ক।

নোয়াখালী জেলা যুবদলে কর্মী মুরাদ আহমেদ বলেন, ‘আমাদের প্রত্যাশা আগামী দিনে ভোটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আগামীতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য দলের প্রস্তুতি হিসেবে কোন ধরনের নির্দেশনা আসে তা শোনার জন্য এসেছি।

অনুষ্ঠানের সঞ্চালনা করছেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

সমাবেশে আরো উপস্থিত আছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মো. এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম প্রমুখ।

এর আগে, গতকাল শুক্রবার চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে অবস্থিত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

ফাইনালে সিয়ামের গিগাবাইট টাইটানস May 10, 2025
যেভাবে ভারত-পাকিস্তানকে যুদ্ধ বিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র May 10, 2025
img
দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ May 10, 2025
img
পাকিস্তানের হামলায় প্রাণ গেল বিএসএফ কর্মকর্তার May 10, 2025
img
শুধু আ. লীগ নিষিদ্ধ করলেই রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা : হাসনাত আব্দুল্লাহ May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে : জামায়াত আমির May 10, 2025
img
এক সিনেমায় ৬ তারকা, মুক্তি ঈদুল আজহায় May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ May 10, 2025
জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন আলি গনি May 10, 2025
img
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরও ভারতের কাশ্মীরে বিস্ফোরণ! May 10, 2025