ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। গতকাল শুক্রবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
গত আসর থেকে আইপিএলের মতো করে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এ বার দ্বিতীয় আসর হওয়ার কথা ছিল। আগামী ১৬ মে থেকে পুরুষ দলের আসর শুরু হওয়ার কথা ছিল। আর নারীদের আসর শুরু হওয়ার কথা ছিল ৪ জুন থেকে।
কিন্তু এই পরিস্থিতিতে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, উপযুক্ত সময়ে সব কিছু বিবেচনা করে আসরের সূচি এবং মাঠের তালিকা ঘোষণা করবে সিএবি।
এদিকে গতকাল আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। দুই দেশের মধ্যকার এই অস্থিরতা বেশ দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল ভারত। তবে বিসিসিআইয়ের এমন প্রস্তাবে রাজি হয়নি আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত আইপিএল আয়োজন করতে আগ্রহী না হওয়ায় বিকল্প খুঁজছে বিসিসিআই। তাদের সম্ভাব্য বিকল্প হতে পারে ইংল্যান্ড। ক্রিকেটের জনপ্রিয় ম্যাগাজিন 'দ্য ক্রিকেটারের' এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইতোমধ্যেই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে ইসিবি। আইপিএলের জন্য ইংল্যাডের দরজা খোলা আছে বলে জানানো হয়েছে।
এমআর/টিএ