ভাওয়াইয়া গানের রাজপুত্র, একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ ও গবেষক ড. মুস্তাফা জামান আব্বাসীকে আজিমপুর কবরস্থানে তাঁর বাবার কবরে দাফন করা হয়েছে।
শনিবার (১০ মে) দুপুরে তাঁর জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বরেণ্য শিল্পীকে। এর আগে দুপুর ১টায় গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ড. আব্বাসী শনিবার ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান।
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন কিংবদন্তি লোকসঙ্গীতশিল্পী আব্বাসউদ্দীন আহমদ। শিল্পী আব্দুল করিম ছিলেন তাঁর চাচা, এবং তাঁর বোন ফেরদৌসী রহমান দেশের অন্যতম খ্যাতিমান সঙ্গীতজ্ঞ। পরিবারের অন্য সদস্যরাও শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অবদান স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন সহকর্মী, ভক্ত ও সংস্কৃতি অনুরাগীরা।
টিকে/এসএন