সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

২০১২ সালে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন।

ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিম। কখনো বাংলাদেশ আবার কখনো স্পেনে দেখা মেলে তার।
ডিভোর্সের পর থেকে সন্তানকে নিজের কাছেই রেখেছেন বলে জানিয়েছেন মিম। তার দাবি, সন্তানের সকল ভরণপোষণ তিনিই করছেন। বাবা হিসেবে সিদ্দিক কিছুই করেন না।

সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নিয়ে এই মডেল বলেন, ‘ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরণের পলিটিক্স করে। যখন আমার বাচ্চা তার কাছে যায়, সে অনেকগুলো ছবি তুলে রাখে। পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময়ে আপলোড করে। যাতে মানুষ মনে করে, সন্তান ওর কাছেই থাকছে। কিন্তু তেমনটা কিন্তু না। কারণ ৬ মাসে ১ বার আরশ তার বাবার কাছে যায়। সেটাও দুই একদিনের জন্য। বাকিটা সময় কিন্তু আমার কাছেই থাকে। তবুও মানুষ মনে করে, আমি সন্তানকে রেখেই বিদেশে ঘুরে বেড়াচ্ছি।’

সন্তানকে বাবার কাছে বেশি থাকতে না দেওয়ার কারণ জানিয়ে মিম বলেন, ‘আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেইনওয়াশ করতো। আদালত থেকে বলেছিল, কিছুদিন পরপর আরশ তার বাবার কাছে যেতে পারবে। কিন্তু সেখানে রাতে খাকতে পারবে না। বিকেল ৫ টার আগেই চলে আসতে হবে। কিন্তু আমি সেটা করতাম না। তাকে দুইদিন বাবার কাছে থাকতে দিতাম। কিন্তু দেখতাম, ছেলে সেখান থেকে আসার পরই বলছে- মাম্মি, বাবা তোমার কাছে আসতে নিষেধ করে।’

এই মডেল মনে করেন, সিদ্দিক বা অভিনেতার পরিবার চায় না আরশ তার কাছে আসুক। এজন্য সন্তানের বেইনওয়াশের চেষ্টা করে।

সবশেষ মারিয়া মিম বলেন, ‘আমিই ছেলের সবকিছু করছি। তার ভরণপোষণ থেকে শুরু করে সব। তার বাবা কিন্তু কিছুই দিচ্ছে না। দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও সেটা আরশকে সঙ্গে নিয়েই যাচ্ছি।’

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ May 10, 2025
img
পাকিস্তানের হামলায় প্রাণ গেল বিএসএফ কর্মকর্তার May 10, 2025
img
শুধু আ. লীগ নিষিদ্ধ করলেই রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা : হাসনাত আব্দুল্লাহ May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে : জামায়াত আমির May 10, 2025
img
এক সিনেমায় ৬ তারকা, মুক্তি ঈদুল আজহায় May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ May 10, 2025
জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন আলি গনি May 10, 2025
img
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরও ভারতের কাশ্মীরে বিস্ফোরণ! May 10, 2025
img
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধুর পানি দেবে না ভারত May 10, 2025
img
যুদ্ধবিরতির পরও সতর্ক থাকার ঘোষণা ভারতীয় বাহিনীর May 10, 2025