‘করিডোরের সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ও অপরিপক্ব’

মিয়ানমারের রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ‘মানবিক করিডোর’ চালুর প্রস্তাবকে ঝুঁকিপূর্ণ ও অপরিপক্ব সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবী, গবেষক ও মানবাধিকার কর্মীরা।

শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘মানবিক করিডোর : সমস্যা বা সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাখাইনে এখন কার্যকর কোনো কর্তৃপক্ষ নেই এবং আরাকান আর্মি রোহিঙ্গাদের সঙ্গে চরম মানবাধিকার লঙ্ঘন করছে। এই পরিস্থিতিতে করিডোর খোলা হলে তা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তারা মনে করেন, এমন স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “রাখাইনে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে। করিডোর চালু হলে তা বিপজ্জনক হতে পারে এবং এটি কোনো স্থায়ী সমাধান নয়।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. হেলাল উদ্দিন বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। জাতীয় ঐক্য ছাড়া সিদ্ধান্ত নিলে তা গণতন্ত্র পরিপন্থী হবে।”

কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, “আরাকান আর্মি একটি অবিশ্বাসযোগ্য ও বর্বর বাহিনী। করিডোর চালুর চিন্তা মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।”

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, “এই অঞ্চলে যেকোনো ভুল সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। করিডোর ইস্যুতে সবাইকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন আইনজীবী, গবেষক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, যারা সবাই করিডোর চালুর আগে গভীর মূল্যায়ন ও জাতীয় ঐক্যের ওপর জোর দেন।

Share this news on: