সরকারি নির্দেশনায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা উল্লেখ করে সম্প্রতি ভারতে অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে মাথা খারাপ হয়ে গেছে ভারতের। সেই কারণেই আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করেছে তারা। সেটি আমরা করতে চাই না।
শনিবার (১০ মে) বিকালে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, অনেক দিন থেকেই দেখছি যা-তা নিউজ করে তারা। পক্ষান্তরে বাংলাদেশের যে মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে, অনেক ভালো নিউজ করে তারা। এটা দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদন-মাধ্যমে পরিণত হয়েছে। কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই সেখানে। জোরে কথা বলা, নাটক তৈরি করাই তাদের কাজ। এখন দেখার বিষয় তাদের রেসপনসিবল মিডিয়াগুলো আসলে কতটা ভালো জার্নালিজম করছে।
প্রেস সচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও ফ্যাসিস্ট ছিলেন। সরকারের পক্ষ থেকে তার দেশত্যাগের ব্যাপারে একটা স্টেটমেন্টও দেওয়া হয়েছে। যারা তার দেশত্যাগের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। স্টেটমেন্টের বাইরে কিছু বলার নেই আমার।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক, বাসসের বিশেষ প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এস এম রাশিদুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এফপি/এস এন